Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডিজিটাল সেন্টার

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা সহজে ও কম খরচে পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার চরকুকরি মুকরি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল সেন্টার কার্যক্রম চালু করেন।

সাফল্যের ধারাবাহিকতায়- 

  • ২০১৩ সালে দেশের সকল পৌরসভায় ‘পৌর ডিজিটাল সেন্টার’ (PDC) এবং ১১ টি সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ‘নগর ডিজিটাল সেন্টার’ (CDC) চালু করা হয়।
  • ২০১৮ সালে ৬টি ‘স্পেশালইজড ডিজিটাল সেন্টার’ (SDC) চালু করা হয়। যার মধ্যে গার্মেন্টস কর্মীদের জন্য গাজীপুরে ৫টি এবং মৎসজীবী শ্রমিকদের জন্য খুলনার রুপসায় ১টি।
  • ২০১৮ সালে সৌদিআরবে ৬টি 'এক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার' (EDC) স্থাপন করা হয়।
  • বর্তমানে সারাদেশে ডিজিটাল সেন্টারের সংখ্যা ৫৮৬৫টি (UDC-৪৫৭১ , PDC-৩২৮, CDC-৪৬৪, SDC-৬, UPDC-৪৯০, SDC-৬, EDC-৬)
  • সরকারী-বেসরকারী প্রদেয় সেবার সংখ্যা ১৫০ এর অধিক
  • মোট উদ্যোক্তা ১১ হাজারের অধিক
  • নারী উদ্যোক্তা ৫০০০+
  • মোট সেবা প্রদান করা হয়েছে ৪৬ কোটি
  • মোট টাকা উপার্জন (উদ্যোক্তাদের) হয়েছে ৩৯০.৬ কোটি
ওয়েব সাইট/ Web Site